মাধ্যমিক পাশে সরকারি চাকরি – মাধ্যমিক পাশেই 10 টি সরকারি চাকরির সন্ধান, তালিকা দেখুন।

মাধ্যমিক পাশে সরকারি চাকরির হদিস

চাকরির বাজার খারাপ হলেও মাধ্যমিক পাশে সরকারি চাকরি এখনও পাওয়া যায়। যদিও কম্পিটিশন আগের চেয়ে বহু গুনে বেড়ে গেছে তবুও মাধ্যমিক পাশ করলেই এই 10 টি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, সাম্প্রতিক এক সরকারি অফিসে মালীর পদেও PHd প্রার্থী আবেদন করেছিলেন। তাই মাধ্যমিক পাশে সরকারি চাকরি পেতে হলে, প্রস্তুতি কিন্তু সঠিক ভাবে নিতেই হবে। এবার মাধ্যমিক পাশে সরকারি চাকরির তালিকা দেখুন।

১০টি মাধ্যমিক পাশে সরকারি চাকরি

কোন পদে নিযুক্ত হলে মাসিক বেতন কত মিলবে?

উচ্চশিক্ষা গ্রহণের পর অনেকেরই ইচ্ছে থাকে সরকারি চাকরি গ্রহণের। মাধ্যমিক পাশের পরই মাধ্যমিক পাশে সরকারি চাকরি পেয়ে সেই স্বপ্ন পূরণ করা যাবে। গত মাসেই প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এই পরীক্ষায় পাশের পর থেকেই ধীরে ধীরে চাকরি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। তবে অনেকেই জানেন না কোন পদে বা কোন পদ্ধতিতে আবেদন জানানো যাবে। তবে মনে রাখতে হবে, চাকরির আবেদন করলেও ১৮ বছর না হলে কিন্তু চাকরি করা যাবেনা।

রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের তরফে মাধ্যমিক পাশে সরকারি চাকরি বিভিন্ন পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোন কোন পদে আবেদন করা যাবে? আবেদন পদ্ধতি, বেতক্রম ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে। মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে, জানতে প্রতিবেদনটি পুরোটা পড়ুন, এবং সকলকে শেয়ার করার অনুরোধ রইলো।

যে সমস্ত পদে আবেদন করা যায়

মাধ্যমিক পাশে সরকারি চাকরি (10th pass govt job list)
  • রাজ্য ও কেন্দ্র পুলিশ
  • ক্লার্কশিপ
  • পাবলিক সার্ভিস কমিশন
  • খাদ্য দপ্তর
  • কৃষি প্রযুক্তি সহায়ক
  • গ্রুপ ডি
  • গ্রামীন ডাক সেবক
  • গ্রুপ ডি কন্সটেবল
  • মাল্টি টাস্কিং স্টাফ
  • রেলয়ে গ্রুপ ডি

রাজ্য সরকারের অধীনে চাকরি

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড

১) নিয়োগ দফতরঃ কোলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ
নিয়োগ পদের নামঃ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 22,500 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইটঃ wbpolice.gov.in

২) নিয়োগ পদের নামঃ কলকাতা পুলিশ কনস্টেবল।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 5,400 টাকা থেকে 25,200 টাকা।
মাধ্যমিক পাশে সরকারি চাকরি ও আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইটঃ wbpolice.gov.in

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

৩) নিয়োগ পদের নামঃ ক্লার্কশিপ।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 40 পর্যন্ত হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 22,700 টাকা।
আবেদনের ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটঃ wbpsc.gov.in

৪) নিয়োগ পদের নামঃ ফুড সাব ইন্সপেক্টর।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 5,400 টাকা থেকে 25,200 টাকা।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইটঃ wbpsc.gov.in

৫) নিয়োগ পদের নামঃ কৃষি প্রযুক্তি সহায়ক।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 5,400 টাকা থেকে 25,200 টাকা।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in

আরও পড়ুন, কোনও কষ্ট ছাড়াই কিভাবে ফেসবুক টাকা আয় করা যায়? সবচেয়ে সহজ উপায়।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন

৬) নিয়োগ পদের নামঃ গ্রুপ ডি।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 20,050 টাকা।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট westbengalssc.com

কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি

ভারতীয় ডাক বিভাগ

৭) নিয়োগ পদের নামঃ গ্রামীণ ডাক সেবক।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 10,000 টাকা থেকে 24,470 টাকা।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in

স্টাফ সিলেকশন কমিশন।

৮) নিয়োগ পদের নামঃ এসএসসি জিডি (SSC GD) কনস্টেবল।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 21,700 টাকা থেকে 69,100 টাকা।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in

৯) নিয়োগ পদের নামঃ এসএসসি এমটিএস (SSC MTS ).
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর হতে হবে।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

১০) নিয়োগ পদের নামঃ রেলওয়ে গ্রুপ ডি।
আবেদনকারীর বয়সসীমাঃ আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর হতে হবে।
মাসিক বেতনক্রমঃ 22,000 টাকা থেকে 25,000 টাকা।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in

মাধ্যমিক পাশে সরকারি চাকরি নিয়ে আপনার কোনও প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট করুন। এই ধরনের আরও খবর পেতে এবং চাকরি বা নিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Leave a Comment