Air Conditioner – এসি কেনার আগে জেনে নিন, এসি লাগানোর খরচ, এসি চালানোর নিয়ম, ভালো এসি চেনার উপায়।

Air Conditioner Buying Guide

কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ এমন ছিল যে এসি বা Air Conditioner ছাড়া টেকাই মুশকিল হয়ে পরেছে। এছাড়া চলতি বছরে তাপমাত্রার পারদ রেকর্ড ব্রেক করেছে। শুক্রবার রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হতে দেখা গিয়েছিলো। তবে এই গরমে দোকানে দোকানে এসি Air Conditioner, কুলার কেনার মতো গ্রাহকের সংখ্যা নেহাত কম ছিল না। সারাদিন অস্বস্তিকর গরমে পরিশ্রম করে বাড়িতে এসে এসির ছত্রছায়ায় আরাম পেতে অনেকেই কিনেছেন নামিদামি ব্যান্ডের এসি। কিন্তু জানেন কী এসি কেনার আগে কোন কোন দিকগুলি দেখতে হবে? তা না হলে যতই ব্যান্ডেড এসি কিনুন না কেন, কয়েক বছর গেলে রিপায়ারিং করতে মাথায় হাত দিতোই হবে?

Air Conditioner buying tips

এত দামী জিনিস বছর বছর কেনা সম্ভব নয়, তাই সমস্ত নিয়ম কানুন জেনে বুঝে তারপর এসি কেনা ভালো। আর আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানে। আজকে এই প্রতিবেদনে জানানো হবে কোন এসি ভালো এবং এসি কেনার আগে কয়েকটি বিষয় সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

Things before buy ab Air conditioner

  • কারেন্টের লাইন প্রস্তুতকরন
  • ইলেক্ট্রিক অফিসে আবেদন
  • ঘরের মাপ অনুযায়ী AC এর সাইজ
  • AC এর বিল কেমন আসে
  • AC সার্ভিস করার নিয়ম

১) এসি কেনার আগে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে?
কোন কোম্পানীর এসি কিনবেন? বার বার নয় একবারই টাকা জমিয়ে এসি কেনেন অনেকে। তাই ব্যান্ডেড কোম্পানির এসি কেনাই ভালো। ভালো এসি চেনার উপায় কোনটা? কোন এসি সবচেয়ে ভালো? কত স্টার কিনলে ভালো হবে? কত টন এসি কেনা প্রয়োজন? এই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্নের উত্তরই নির্ভর করে ঘরের সাইজের উপর। সেই ভিত্তিতে একটা আন্দাজ করা যায় এসি লাগালে মাসের শেষে বিদ্যুৎ বিল কত আসতে পারে?

How to choose air conditioner size

এছাড়া এসি কেনার আগে আরো একটি দিক খেয়াল করতে হবে, আলাদা বিদ্যুতের লাইন বা কানেকশন রয়েছে কিনা। সাধারনত বাড়ি বা ডোমেস্টিক ইলেকট্রিক লাইনে এসির লোড দেওয়া থাকে না। এরজন্য, কি কি করতে হবে জেনে নিন। নয়তো অতিরিক্ত লোড ব্যবহারের জন্য মোটা টাকা জরিমানা হতে পারে।

(১) ইলেকট্রিক অফিসে গিয়ে লোড এক্সটেনশনের জন্য আবেদন জানাতে হবে। এরপর সপ্তাহ বাদে কোটেশন বের হলে টাকা জমা দিতে হবে। এরপরই এসি কেনার ও লাগানোর জন্য অনুমতি পাওয়া যাবে।
উল্লেখ্য, অনেক ফ্ল্যাট বাড়িতে এসির লোড দেওয়া থাকে। তাই লোড বাড়াতে হবে কিনা যেকোনো ইলেকট্রিসিয়ানের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নিতে পারেন।

Air Conditioner Buying Guide Which one to Buy

২) যে ঘরে এসি লাগানোর পরিকল্পনা করা হয়েছে, সেই ঘরে আরথিং ঠিক আছে কিনা। না হলে ঠিকঠাক করতে হবে।
৩) ঘরে ভেন্টিলেটর বা ঘুলঘুলি আগে রাখা হলে, তা বন্ধ করে দিতে হবে। জানালা ও দরজায় ফুটো বা ভাঙ্গা বা কোনো ফাঁক থাকলে ঠিক করোতে হবে। তা না হলে সেখান দিয়ে হাওয়া পাশ করলে এসি লাগানোর পর বিদ্যুৎ বিল বেশি আসবে। পাশাপাশি এসি নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে।

আরও পড়ুন, জমি কেনার আগে এই বিষয়গুলো যাচাই করুন, নাহলে পরে ঠকতে পারেন।

Best Ac Brands in India

২) এবার জেনে নেওয়া যাক বর্তমানে কোন কোম্পানির এসি বাজারে জনপ্রিয়?
গুগল সার্চ করলেই মাত্র এক ক্লিকে জেনে নেওয়া যায়, বর্তমানে যেকোনো কোম্পানির এসি সম্পর্কে। কিন্তু এতে কাস্টোমার রেটিং সঠিক ভাবে জানতে হলে আপনাকে যারা এসি ব্যবহার করেছে সেটা জানতে হবে। তবে একাধিক মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে বর্তমানে ভারনের সবচেয়ে জনপ্রিয় আসি ব্রান্ড গুলো হলোঃ

  • ভোল্টাস (Voltas),
  • ব্লু ষ্টার (Blue Star),
  • ক্যরিয়ার গ্লোবাল (Carrier Global),
  • হিতাছি (Hitachi),
  • গোদরেজ (Godrej),
  • স্যামসুং (Samsung),
  • দায়িকিন (Daikin),
  • ও জেনারেল (O General),
  • প্যানাসনিক (Panasonic),
  • হোয়ার্লপুল (Whirlpool).

তবে এই নয় যে, অন্যান্য ব্যান্ডের এসি ভালো নয়। বর্তমানে সমস্ত ব্র্যান্ডের এসি ই প্রায় একই রকম। কিন্তু আপনার চাহিদা, বাজেট, আপনার পাশে কোন সার্ভিস সেন্টার রয়েছে, আপনার একালায় কোন কোম্পানী বেশি চলে, এগুলো ও মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।

Star Rating নির্বাচন করবেন কিভাবে?

3 Star নাকি 5 Star কোন রেটিং যুক্ত এসি কিনবেন, তা অনেকেই ভেবে পান না। কিন্তু মনে রাখবেন কষ্ট করে পরিশ্রমের টাকা জমিয়ে একবারই এসি কিনছেন। তাই জেনে বুঝে কেনাই ভালো। সেক্ষেত্রে 3 Star বা 5 Star এর দামের মধ্যে পার্থক্য খুব একটা থাকে না। তা মনে করলে 5 Star Air Conditioner কেনাই ভালো। তাহলে যতদিন এসি ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল কম আসবে। আর যদি নিজস্ব বাজেট বা চাহিদার কথা ভাবেন, তাহলে পছন্দমত কিনতে পারেন।

কত টনের এসি কিনবেন?

রেটিং দেখে এসি কেনার বিষয়ে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে যেই AC এর টন নির্বাচন করতে হয়, ভেবে পান না কী করবেন। এটি সাধারনত ঘরের সাইজের উপর নির্ভর করে। তার জন্য প্রথমে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ গুন করটে হবে। যদি 100 স্কয়ার ফুটের কম বা 120 বর্গফুট পর্যন্ত হয়, তবে এক টন এসি কেনা যাবে। তবে তার বেশি হলে 1.2 টন লাগানো প্রয়োজন।

আর যদি 150 স্কয়ার ফুট বা বর্গক্ষেত্র বা তার কাছাকাছি থাকে, 1.5 টন AC ইন্সটল করা যাবে।
যদিও বর্তমানে এসি অটোমেটিক হয়। তাই প্রয়োজন অনুসারে বিদ্যুৎ খরচ হয়। সেক্ষেত্রে 110 বর্গফুটের বেশি হলে 1.5 টন লাগানো যেতে পারে। এতে মেশিনের উপর চাপ কম পড়বে। পাশাপাশি কারেন্ট বিলও বেশি খরচ হবে না।

বিদ্যুৎ বিল কেমন আসবে?

এসি লাগানোর আগে অনেকেরই প্রশ্ন থাকে বিদ্যুৎ বিল নিয়ে। তাই চটপট জেনে নেওয়া যাক। এটি অবশ্য এসির টন ও বিদ্যুৎ সংস্থার উপর নির্ভর করে। বিভিন্ন বিদ্যুৎ সংস্থার বিদ্যুৎ বিল আলাদা আলাদা হয়ে থাকে। তা সত্বেও একটা ধারনা দেওয়ার চেষ্টা করা হল।

1 টন এসির ক্ষেত্রে-
3 Star রেটিং যুক্ত AC- প্রতিদিন 8 ঘন্টা চালালে 750 ওয়াট (ঘন্টায়) ইউনিট প্রতি 7.5 টাকা হারে মাসে প্রায় 1300 টাকা থেকে 1400 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা থাকে।
5 Star রেটিং যুক্ত AC- এইভাবে এই রেটিংযুক্ত এসি চালালে মাসে 1000 টাকা থেকে 1200 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা থাকে।

1.5 টন এসির ক্ষেত্রে-
3 Star রেটিং যুক্ত AC- প্রতিদিন 8 ঘন্টা চালালে 900 ওয়াট (ঘন্টায়) ইউনিট প্রতি 7.5 টাকা হারে মাসে প্রায় 1500 টাকা থেকে 1600 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা থাকে।
5 Star রেটিং যুক্ত AC- এইভাবে এই রেটিংযুক্ত এসি চালালে 840 ওয়াট (ঘন্টায়) ইউনিট প্রতি 7.5 টাকা হারে মাসে প্রায় 1400 টাকা থেকে 1500 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা থাকে।

Health Insurance - হেলথ ইনস‍্যুরেন্স

AC Service

তবে, বৈদ্যুতিক জিনিস অনেকদিন ব্যবহারে নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই। তাই জন্য সার্ভিসিং করাতেই হয়। তবে এসি কেনার আগে অবশ্যই ভালো পরামর্শদাতা থেকে থাকলে জেনে নিতে ভুলবেন না। তা না হলে প্রোডাক্ট রিভিউ চেক করে নিতে পারেন।
তবে মনে রাখবেন, এসি চালিয়ে দরজা, জানালা হালকা খুলে রেখে চালালেও এসির কম্প্রেসর নষ্ট হতে পারে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে কাজ বাংলা ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Leave a Comment