LIC Child Plans 2023 – সন্তানের ভবিষ্যতের জন্য LIC এর 4 টি সেরা চাইল্ড পলিসি, অল্প করে জমান ডবল ডবল লাভ পান।

LIC New Policy 2023 List

বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ইন্সুরেন্স কোম্পানী (Insurance Company) হলো LIC. আর নিয়মিত নতুন নতুন পলিসি বা LIC Child Plans বা LIC New Policy Launch করতে থাকে এই সরকারি বীমা কোম্পানী। আর এল এলআইসি বা Life Insurance Corporation of India সর্বদা গ্রাহককে সুনির্দিষ্ট ও নিশ্চিত রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর সেই কারনেই LIC এর গ্রাহক সংখ্যা অন্যান্য কোম্পানী থেকে সবচেয়ে বেশি। এবার সন্তানের সুরক্ষার জন্য সেরা ৪টি LIC New Policy LIC Child Plans নিয়ে আলোচনা করা হবে।

Best Child LIC Policy 2023

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেক অভিভাবকই চিন্তা ভাবনা করতে থাকেন। আরে এটাই স্বাভাবিক। কোন স্কুলে পড়াশোনা করলে, কোন দিকে এগিয়ে নিয়ে গেলে, কিভাবে সন্তানের জন্য টাকা সঞ্চয় করলে ভবিষ্যৎ তার পক্ষে যথেষ্ট ভালো মানের হবে, সেই ভাবনায় নিত্য নতুন পরিকল্পনা করতে থাকেন সমস্ত অভিভাবকেরাই। বিশেষ করে কন্যা সন্তানের জন্য চিন্তাভাবনা যেন এখনো পর্যন্ত সমাজের একাংশের মধ্যে একটু বেশিই হয়। তার কারণ, কন্যা সন্তান থাকলে অধিকাংশ অভিভাবকেরা তার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

LIC Child Plans 2023

যদিও সমাজের একাংশে এই মুহূর্তে কন্যা সন্তানেরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে এগিয়ে যাচ্ছেন। নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করতে পারছেন। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার কারণে তারা যথেষ্ট উন্নত জীবন যাপন করতে পারছেন। তবে যেহেতু কন্যা সন্তানকে নিয়ে অধিকাংশ অভিভাবক ভাবনা চিন্তা করেন, তাই এখানে শুধুমাত্র কন্যা সন্তানদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই তার শিক্ষা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত কয়েকটি এলআইসির প্ল্যান (LIC Child Plans) সম্বন্ধে জানানো হলো। যে প্ল্যানগুলিতে বিনিয়োগ করলে কন্যা সন্তানদের ভবিষ্যতের পক্ষে ভালই হবে। এরকম এলআইসির ৪টি LIC Child Plans সম্বন্ধে বিস্তারিত একটু দেখে নেওয়া যাক:

What is a Child insurance plans?

সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে, প্রতিমাসে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে সেভিংস করা হয়, এবং পলিসি হোল্ডারের অবর্তমানে বা আকস্মিক দুর্ঘটনায় যেন সেই সেভিংস থেমে না যায়, সেই কারনে LIC Child Plans করা হয়। কারন রেকারিং বা মান্থলি কোনও স্কীম করলে সেখানে হটাত দুর্ঘটনা ঘটলে সেই টাকা বা ফান্ড চালানো সম্ভব হয়না। কিন্তু LIC Child Plans বা ইন্সুরেন্স প্ল্যান হলে পলিসি হোল্ডারের খারাপ কিছু হলে আর প্রিমিয়াম দিতে হয়না। কিন্তু বীমাকৃত সমস্ত সুবিধা পাওয়া যায়। আর এটাই সেভিংস আর ইন্সুরেন্স এর মধ্যে বড় পার্থক্য এবং ইন্সুরেন্স এর সবচেয়ে বড় সুবিধা।

Insurance vs Investment

InsuranceInvestment
সেভিংস ও নিশ্চয়তাশুধু সেভিংস
রিস্ক কভারেজমেলে না
ডেথ বেনিফিটমেলে না
করমুক্তসমস্ত প্ল্যানে নয়

Best LIC Policy 2023 for Child

  • এলআইসি জীবন তরুণ প্ল্যান
  • এলআইসি কন্যাদান পলিসি
  • এলআইসি চাইল্ড ফিউচার প্ল্যান
  • এলআইসি সিঙ্গল প্রিমিয়াম চাইল্ড প্ল্যান

LIC Jeevan Tarun Plan

১. এলআইসি জীবন তরুণ প্ল্যান (LIC Jeevan Tarun Plan):
সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য এই LIC Child Plans টি তৈরি করা হয়েছে। এটি এল আই সি এর চাইল্ড এডুকেশন প্ল্যান (LIC New Policy Child Education Plan). এই প্ল্যান সঞ্চয়ের পাশাপাশি সন্তানদের আজীবন সুরক্ষা প্রদানের উদ্দেশ্য পূরণ করে।

প্ল্যানটি একনজরেঃ
এই LIC Child Plans পলিসিতে সীমিত মেয়াদের জন্য প্রিমিয়াম দিতে হয়।
সন্তানের শিক্ষার খরচ থেকে শুরু করে অন্যান্য আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এই স্কিমটি বিনিয়োগের অন্যান্য বিকল্পগুলির মধ্যে অন্যতম।
কন্যা সন্তানের জন্যই সঞ্চয় এবং জীবন বীমা পরিকল্পনা এটি।
পলিসির সুবিধাঃ
এই প্ল‍্যানে ডেথ বেনিফিটের সুবিধা পাওয়া যায়। ২০ বছর বয়স হলে ৪ বছরের জন্য বিমাকৃত টাকার একটি নির্দিষ্ট শতাংশ দেওয়া হয়।

LIC Kanyadan Policy

২. এলআইসি কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy):
নাম শুনেই বোঝা যাচ্ছে LIC Child Plans টি কন্যা সন্তানের জন্যই এই প্ল্যান তৈরি করা হয়েছে। মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ের খরচ যোগানোই এই প্লানের উদ্দেশ্য। এবং বিয়ের সময়ে পিতামাতার যেন বাড়তি চাপ না আসে, তাই মাসে মাসে একটু একটু করে জমিয়ে বড় অংকের টাকা সঞ্চয় করা যায়। পাশাপাশি পিতামাতার আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনা হলেও যেন কন্যার বিয়ের কোনও আর্থিক সমস্যা না হয়, সেই উদ্দেশ্যেই এই পলিসি করা। এক্ষেত্রে উল্লেখ্য, এই পলিসিতে সুকন্যা সমৃদ্ধি যোজনার চেয়ে অনেক বেশি রিটার্ন মেলে।

প্ল্যানটি একনজরেঃ
ম্যাচুরিটির পরে পুরো রিটার্ন একসঙ্গে ফেরত পাওয়া যাবে।
ম্যাচিওর না হওয়া পর্যন্ত প্রতি বছর 50 হাজার টাকা।
পিতার মৃত্যু হলে প্রিমিয়াম মকুব।
দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লাখ টাকা দেওয়া হবে।
স্বাভাবিক মৃত্যুতে ৫ লাখ টাকা।

প্ল‍্যানের সুবিধাঃ
অল্প প্রিমিয়ামের পেমেন্ট প্ল্যান।
বীমা এবং সঞ্চয়ের পরিকল্পনা।
মাসিক, ত্রৈমাসিক , অর্ধ বার্ষিক এবং বার্ষিক প্রিমিয়াম দেওয়া যায়।
সম্পূর্ণ করমুক্ত।

best helth insurance plans

LIC Child Future Plan

৩. এলআইসি চাইল্ড ফিউচার প্ল্যান (LIC Child Future Plan):
এই LIC Child Plans ও কন্যা সন্তানের শিক্ষা এবং বিয়ের জন্যই ডিজাইন করা হয়েছে। এই প্ল‍্যানের বাড়তি সুবিধা হল পলিসির পুরো মেয়াদ নয়, অতিরিক্ত ৭ বছরের জন্য শিশুকে রিস্ক কভারেজ দেওয়া হয়। এই পলিসিও কেন্দ্রেও অন্যান্য স্কিম থেকে বেশি রিটার্ন মেলে।

প্ল‍্যানটি একনজরেঃ
এলআইসির এই প্ল‍্যানটি মানিব্যাক এনডাওমেন্ট প্ল্যান।
৩ মাস, ৬ মাস, ১ বছরে প্রিমিয়াম দেওয়া যায়।
পলিসির মেয়াদ ১১ থেকে ২৭ বছর।

পলিসির সুবিধাঃ
ম্যাচিউরিটির সময় পলিসির মেয়াদে বিমাকৃত ব্যক্তি জীবিত থাকলে বোনাস ছাড়াও সারভাইভাল বেনিফিট দেওয়া হয়।
বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে প্রিমিয়াম মকুব।
ডেথ বেনিফিট।

LIC Single Premium Child Plan

৪. এলআইসি সিঙ্গল প্রিমিয়াম চাইল্ড প্ল্যান (LIC Single Premium Child Plan):
এই পলিসিটিও সঞ্চয় এবং বীমা পরিকল্পনা। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য রিটার্নের নিশ্চয়তা রয়েছে। কোনও গ্রাহক এককালীন টাকা যেমন ব্যবসা থেকে কোনও লাভের টাকা, না পুরনো কোনও Fixed Deposit এর মেয়াদের টাকা পেলে, সেই টাকা খরচ না করে তার সন্তানের জন্য এই LIC New Policy তে জমালে আগের চেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়।

আরও পড়ুন, আপনার জন্য সেরা হেলথ ইনস‍্যুরেন্স কোনটি, কিভাবে বুঝবেন? কি কি সুবিধা পাওয়া যায়।

প্ল্যানটি একনজরেঃ
পলিসির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর।
অন্তত ৫০০০০ টাকার অ্যাসিওর্ড সাম অর্থাৎ বিমাকৃত টাকা।
প্ল‍্যানের সুবিধাঃ
বীমাকৃত টাকা ছাড়াও বোনাস এবং চূড়ান্ত বোনাস পাওয়া যায়।
কভারেজ পাওয়ার জন্য অতিরিক্ত প্রিমিয়াম দেওয়ার পরে দুটি অ্যাড অন রাইডার পাওয়া যায়।
এই পলিসিতে ঋণ পাওয়া যায়।

এবার আপনার পছন্দ, প্রয়োজন ও সাধ্যমতো জেকম একটি LIC New

Leave a Comment